August 26, 2008

সখিনার শান্তির প্রয়াস

কতদিন আর এভাবে কাটবে..?
এই দিনটার কি কোন শেষ দিন নেই ?
হাজারো প্রশ্ন উকি দেয় মনে
বাসা থেকে বেরুলেই
রিক্সার ভাড়া দ্বিগুন
বাসে সিট না পেয়ে গাঁ ঘেষে দাড়িয়ে থাকা
উহ ! মানুষের গায়ে কি গন্ধ…
তবুও মেনে নেই
এটা যে সারাদিনের প্রাপ্য তাদের
মাথার ঘাম পায়ে ফেলে
রোদ-বৃষ্টি আর দু:সহ গরমে
সিক্ত শরীরে কোমল এক ঠান্ডা অনুভূতি
এটা তো তারই প্রাপ্য।
তারপর বাজারের থলে হাতে
দোকানীর ভয়াল চিতকার
আসলে এটাও তার নয়,
এটা যে সমগ্র বাংলাদেশের প্রাপ্য।
তেল, চাল, আটা-ময়দা, আর মাছ-মাংশ
সেতো এক বিশাল চিন্তার বিষয়।
আমার পাশের বাড়ীর সখিনারা
এখন আর বাইশ’শত টাকায় সংসার চালাতে পারে না
পারে না ছেলে-মেয়েকে একমুঠো গরম ভাত দিতে।
তারপর আবার ঘর ভাড়াও দ্বিগুন
কিন্তু তারপরও মনটা ভাল তাকে..যদি সে…
প্রতি রাতে কর্ম ক্লান্ত শরীর নিয়েও
এক গাল মিষ্টি কথার ছলে
দু দন্ড শান্তি’র প্রয়াশ চালায়।
আহ ! কি যে শান্তি ।
এভাবেই চলে যায় দিন।
আর কত দিন ? কত দিন যাবো আর এভাবে ?
সেই এক কথা……
আর পারছি না গুরু।

No comments: