September 8, 2008

পথ

হাটছি অথবা হাটছি
সেই কোলাহল মুক্ত তেপান্তরের দিকে
কিছু দুষ্টু ধুলিকনা আবৃত করছে আমাকে
হয়ত,ধূসর হওয়ার জন্য।
পৃথিবীর সীমারেখা যেখানে ধূসর
সেখানে নিশ্চিতে কাটাব প্রহর
এতো দুর্লভ প্রত্যাশা,যা নিরাশার নামান্তর
নির্বাক পথ কি শেষ হবেনা ?
পৃথিবীর সব বিশ্বাদ কি দেখা হবেনা ?
মাঝ পথেই স্পন্দন থেমে যাবে নাকি ?


হয়তো পথের শেষ এখানেই
জীবনের হ্রদ থমকে দাঁড়াবে যেখানে
তারপর, নতুন জীবন, হয়তো তুমি
তোমার পথের শুরু
এভাবেই আবার একদিন তুমি,অর্থ্যাত
তোমার আগমন
এরপরও পথ: পথ অথবা পথ
যার শুরু আছে শেষ নেই
আমি যে তুমিই সেই ।


সংগ্রহ : শাহজাহান

September 5, 2008

মেয়েদের বুক পকেট নাই

কথপোকথন
মেয়েদের বুক পকেট নাই
আসলে থাকারও কথা নয়,
ডিজাইনার যে শুধু আমাদেরই দিয়েছেন
যা তোমরা চাইলেও পাবে না।
পাবে কি করে ?
ওটার উপর পকেট…..!
হা..হা…হা।
তাহলে তো আরো…….!
যত যাই বলো
তোমরা দাড়িয়ে কিছুই করতে পারবে না
কারণ তোমাদের বসতেই হবে।
আর আমরা…….
দিব্যি পারি, পারতেই হবে
সৃষ্টিকর্তা যে আমাদের বেশী ভালবাসে,
তাই না বসলেও চালিয়ে নিতে পারি।
শুধু দু’হাতটা কাজে লাগাতে হয়।
অবশ্য তোমাদের দু’হাত লাগে না
লাগবে কি করে ?
তোমাদের তো ধরার জিনিসটাই নাই।
হা..হা..হা।

August 29, 2008

শিরোনামহীন

নট থেকে নটী
নাচিয়ে নর্তকী
তারও আছে ভালবাসার ঘুঙ্গুর
তোমার আছে কি ?


সংগ্রহ-
শাহজাহান কবির রিন্টু

August 26, 2008

সভ্যতায় তুমি আর আমি

কি, কেমন আছো তুমি ?
আছো তো বেশ ভালোই মনে হয়।
খরা আর বন্যায়, শুধু আমিই ডুবে আছি।
আকাশটা কি অপরুপ !
অথচ দেখ পরক্ষনেই কি আধাঁরের হাতছানি।
মেঘগুলো সব এলোমেলো হয়ে ছুটে আসছে-
সব ঢেকে দেয়ার জন্য।
আর আমাদের পরিবেশ–?
সে তো আরো ভয়াবহ,
যেখানে Emotionally আঘাত করছে ধর্ম
আবার আরেক দিকে গ্রাস করে নিচ্ছে আধুনিকায়নের নতুন দ্বার,
আমরা বাস করছি-
দ্বিমুখী এক চক্রযানে….
যার পথ কখনো শেষ হবার নয়।
আমরা ঐ আদিম সভ্যতায়ই বোধহয় ভালো ছিলাম..?
তখন হয়তো তোমার আমার মতো এত কেউ ভাবতো না।
আর তাদের হয়তো ওতটা লজ্জা বোধও ছিলো না যে,
বিবস্ত্র থাকাটা লজ্জার।
আর আমাদের এখন….
বেশ ভালো আছি।
আসলে দিন দিন আবার আদিম যুগে ফিরে যাচ্ছি কিনা ?
পরনের যত কাপড় আছে
সব আসতে আসতে ছোট করে প্র্যাকটিস করছি।
আর যেন কখনো আদিমে ফিরে গেলেও লজ্জা না পাই।
তাই তো এই সভ্যতার অবদান অস্বীকার করার নয়,
হে আধুনিক সভ্যতা…
তুমি মোরে করেছো মহান
সভ্যতায় এসে সভ্য বানিয়েছো।
তাই তো আজ আমরা সভ্যতায় সভ্য প্রানী।

ভালবাসা জমিয়ে রেখেছি

আজও চেয়ে আছি
তুমি আসবে বলে, না আমি চেয়েই থাকবো
তুমি না আসলেও ।
ভালবাসি তো; তাই
হয়তোবা আসবে না, কিন্তু না আসতে তোমাকে হবেই।
বিকেলের কড়া রোদে, নাহয় ঝড়-বৃষ্টির পরে
আর না হয় বাংলাদেশে আরেকটা যুদ্ধের পরে।
তবুও আমি তোমাকে দেখতে চাই,
লাল নীল হলুদ বেগুনী আরো আরো যত রং আছে
সব রং আমি তোমাকে দিবো
শুধু একবার এসো…
আর কখনও যেতে দেব না তোমায়।
ভালবাসা কি বারবার ফিরে পাওয়া যায় ?
সে শুধু একবারই।
যা রেখেছি আমি…..
শুধু তোমারই জন্য, আর কাউকে দেব না। কখনো না। কোনও দিন না।