কথপোকথন
মেয়েদের বুক পকেট নাই
আসলে থাকারও কথা নয়,
ডিজাইনার যে শুধু আমাদেরই দিয়েছেন
যা তোমরা চাইলেও পাবে না।
পাবে কি করে ?
ওটার উপর পকেট…..!
হা..হা…হা।
তাহলে তো আরো…….!
যত যাই বলো
তোমরা দাড়িয়ে কিছুই করতে পারবে না
কারণ তোমাদের বসতেই হবে।
আর আমরা…….
দিব্যি পারি, পারতেই হবে
সৃষ্টিকর্তা যে আমাদের বেশী ভালবাসে,
তাই না বসলেও চালিয়ে নিতে পারি।
শুধু দু’হাতটা কাজে লাগাতে হয়।
অবশ্য তোমাদের দু’হাত লাগে না
লাগবে কি করে ?
তোমাদের তো ধরার জিনিসটাই নাই।
হা..হা..হা।
September 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment