হাটছি অথবা হাটছি
সেই কোলাহল মুক্ত তেপান্তরের দিকে
কিছু দুষ্টু ধুলিকনা আবৃত করছে আমাকে
হয়ত,ধূসর হওয়ার জন্য।
পৃথিবীর সীমারেখা যেখানে ধূসর
সেখানে নিশ্চিতে কাটাব প্রহর
এতো দুর্লভ প্রত্যাশা,যা নিরাশার নামান্তর
নির্বাক পথ কি শেষ হবেনা ?
পৃথিবীর সব বিশ্বাদ কি দেখা হবেনা ?
মাঝ পথেই স্পন্দন থেমে যাবে নাকি ?
হয়তো পথের শেষ এখানেই
জীবনের হ্রদ থমকে দাঁড়াবে যেখানে
তারপর, নতুন জীবন, হয়তো তুমি
তোমার পথের শুরু
এভাবেই আবার একদিন তুমি,অর্থ্যাত
তোমার আগমন
এরপরও পথ: পথ অথবা পথ
যার শুরু আছে শেষ নেই
আমি যে তুমিই সেই ।
সংগ্রহ : শাহজাহান
September 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment