August 26, 2008

সভ্যতায় তুমি আর আমি

কি, কেমন আছো তুমি ?
আছো তো বেশ ভালোই মনে হয়।
খরা আর বন্যায়, শুধু আমিই ডুবে আছি।
আকাশটা কি অপরুপ !
অথচ দেখ পরক্ষনেই কি আধাঁরের হাতছানি।
মেঘগুলো সব এলোমেলো হয়ে ছুটে আসছে-
সব ঢেকে দেয়ার জন্য।
আর আমাদের পরিবেশ–?
সে তো আরো ভয়াবহ,
যেখানে Emotionally আঘাত করছে ধর্ম
আবার আরেক দিকে গ্রাস করে নিচ্ছে আধুনিকায়নের নতুন দ্বার,
আমরা বাস করছি-
দ্বিমুখী এক চক্রযানে….
যার পথ কখনো শেষ হবার নয়।
আমরা ঐ আদিম সভ্যতায়ই বোধহয় ভালো ছিলাম..?
তখন হয়তো তোমার আমার মতো এত কেউ ভাবতো না।
আর তাদের হয়তো ওতটা লজ্জা বোধও ছিলো না যে,
বিবস্ত্র থাকাটা লজ্জার।
আর আমাদের এখন….
বেশ ভালো আছি।
আসলে দিন দিন আবার আদিম যুগে ফিরে যাচ্ছি কিনা ?
পরনের যত কাপড় আছে
সব আসতে আসতে ছোট করে প্র্যাকটিস করছি।
আর যেন কখনো আদিমে ফিরে গেলেও লজ্জা না পাই।
তাই তো এই সভ্যতার অবদান অস্বীকার করার নয়,
হে আধুনিক সভ্যতা…
তুমি মোরে করেছো মহান
সভ্যতায় এসে সভ্য বানিয়েছো।
তাই তো আজ আমরা সভ্যতায় সভ্য প্রানী।

No comments: