আমি বেড়ে উঠি
আমার যেৌবন নিয়ে
বেড়ে উঠি
তোমার জন্য নয়, এ শুধু আমারই
প্রতিটি শিরা আর উপশিরা
বারবার ডাকে আমাকে
রক্ত কনিকায়ও আমার যেৌবন দোলা দেয়
দোল খায় আমার প্রথম নাড়াচাড়ায়
বাতাসে যখন আমি তোমার গন্ধ পাই
আর এভাবেই….
আমার বেড়ে ওঠা।
প্রথম প্রথম দোলাটা বুঝতাম না
ভাবতাম হয়তো ন্যাচারাল,
কিন্তু না….
এটা যে চুম্বকের মতো
শুধু তোমাকেই টানে।
কিন্তু এখনও সেই আস্বাদিত প্রান
খুজেঁ ফেরে তোমার সংস্পর্শ।
সেই স্বাদ যে এখনও পাইনি।
তবুও আমার বেড়ে ওঠা থেমে নেই
থেমে নেই আমার যেৌবনের দোলাটাও
ইস !
কি যে শান্তি, বারবার মন চায়
কিন্তু আমি যে মানব
তাইতো পারি না আমার লজ্জাকে লুকিয়ে রাখতে।
আবার পারিনা
গোপন করতেও।
তারপরও আমার বেড়ে ওঠা থেমে নেই।
August 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment