August 26, 2008

রাগের সীমারেখা

তোমার আজ কি হয়েছে ?
তোমাকে কেমন জানি ফেকাশে লাগছে
সেই কবে তোমার রঙিন মুখখানি দেখেছিলাম
তারপর আর…
তারপর আর দেখা পাইনি।
সেই কবে…..
তুমি আর আমি
হাত ধরে হাটতে ছিলাম
হঠাত তোমার হাতখানি সরে গেলো
তুমি কেমন জানি অগোছালো হয়ে গেলে
আমিও ঠিক বুঝিনি
হঠাতই তোমার চোখে জল
আমার কিযে অস্বস্থি লাগতেছিল
অথচ…
পরক্ষনেই তুমি, কেমন জানি বদলে গেলে
হা হা হা হা
করে অট্টহাসিতে ব্যস্ত তুমি
আমি জিজ্ঞাসা করার আগেই……
আরে বোকা, দেখতে চেয়েছিলাম-
তুমি এমন পরিস্থিতিতে কি কর।
তোমার কথা শুনে তখন
তখন তো আমার দারুন রাগ
রাগের সীমাটাও কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছিলো।
আর তুমি তখন…
আমার সেই গম্ভীর মুখখানি বারবার দেখতেছিলে।
সে কি আর ভুলা যায়
আজও সেই স্মৃতিটা আমাকে তাড়া করে ফেরে।
অথচ…
কোথায় তুমি আর কোথায় আমি ।

No comments: